Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথায় যুবদল নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মামলায় আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১ টার দিকে ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন নকুলহাটি গ্রামের মৃত জয়নন্দীন মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সালথা উপজেলা যুবদল নেতা কিত্তা গ্রামের বাসিন্দা হাসান আশরাফের বাড়িতে হামলা-ভাংচুর ও অগ্নি সংযোগ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ মামলার আসামী জাকির মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।