মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সাপের কামড়ে সালেহা বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা যায়, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ রাতে তাকে একটি বিষাক্ত সাপ দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। তবে তাতে কোনো সুফল মেলেনি।
পরে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো সালেহা বেগমকে বাঁচানো যেত।