( বাকেরগঞ্জ) বরিশাল , সংবাদদাতা :
সদ্য প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০০ গজের ভিতর অবস্থিত পৌরসভার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি। সাবেক এক উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়নি।
বর্তমানে আট জন শিক্ষক কর্মরত বিদ্যালয়টি থেকে ২০২৫ এর এসএসসি পরীক্ষায় মোট নয়( ৯) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। কিন্তুু একজনও পাস না করায় হতাশ বিদ্যালয়টির শিক্ষক, ছাত্র- ছাত্রী ও অভিভাবক।
পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারন জানতে চাইলে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান ( মুসা) এর নিকট জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্র – ছাত্রী বাদে এখন ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭০ জন শিক্ষার্থী বিদ্যালয়টিতে অধ্যয়নরত আছে।
পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার কারন হিসাবে স্হানীয় একাধিক ব্যক্তি জানান, সংশ্লিষ্ট শিক্ষকেরা সঠিক সময়ে ক্লাস নেয় না, পাঠদানের ব্যাপক ঘাটতি, , পরিচালনা কমিটির সঠিক তদারকির অভাব এর জন্য দায়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ নিকট এ বিষয়ে বলেন, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার জন্য শিক্ষকদের কোন গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে, এবং বিদ্যালয়টির লেখা পড়ার মান উন্নয়ন করার প্রচেষ্টা চালানো হবে।