Masum Mia, JakkanIB correspondent
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আহমেদ রাহি ১০ মার্চ সন্ধ্যায় ইমাম পরিবহন বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, অজ্ঞান অবস্থায় বাস থেকে দিগারকান্দা বাইপাস রাস্তায় বাস কর্মচারীরা ফেলে রেখে যায়।

নাঈম আহমেদ রাহি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অজ্ঞান অবস্থায় তার ফোন,ল্যাপটপসহ টাকা নিয়ে যায়। স্থানীয় লোকজন রাহিকে নিয়ে গিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রাহিকে অজ্ঞান অবস্থায় বাস থেকে ফেলে দেওয়ার প্রতিবাদে রাত ১১টার দিকে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।এ সময় তারা বিচারের দাবি জানায় এবং পরিবহন গুলোর নানা অনিয়ম এর কথা তুলে ধরে। ঘটনা স্থলে উপস্থিত হোন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান, ত্রিশাল সার্কেল এএসপি অরিত সরকার ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী। বাকিউল বারী শিক্ষার্থীদের আশ্বাস দেন, ১১ মার্চ দুপুর ১২টার মধ্যে ময়মনসিংহ বাস মালিক সমিতি ও ইমাম পরিবহন এর প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে উপাচার্যের কার্যালয়ে বসে এই ঘটনার সুষ্ঠ বিচার করা হবে। রাহিকে অজ্ঞান অবস্থায় বাস থেকে রাস্তায় ফেলে যাওয়ায় ইমাম বাস পরিবহনের প্রতি তিনি তীব্র নিন্দা জানান।
প্রায় দু’ঘন্টা পর শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়।
আজ ১১মার্চ সকাল ১২টায় সার্কেল এএসপি, লেফটেন্যান্ট, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ সহ মালিক সমিতি ও বাস কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মিটিং শেষ হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের মধ্যে রাহির ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গেছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস ভাড়া হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়।