Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চমক রায় (১৬) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।
নিহত চমক রায় সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডের গোলাহাট হিন্দুপাড়ার কৃষ্ণ রায়ের ছেলে ও গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানায়, দুপুরের দিকে ওই স্কুলছাত্র মিস্ত্রিপাড়া বাইপাস সড়কের কাছে নালায় মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়। নিহতের খবর বাড়িতে পৌঁছলে শোকের মাতম সৃষ্টি হয়।