Paikgachha Representative:
পাইকগাছার দক্ষিণ সলুয়ায় সাঈদ মোড়লের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন।ঈদগাহ নির্মাণ কাজে বাঁধা প্রদান, এলাকাবাসীর নামে দায়ের কৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং কতিপয় আওয়ামী লীগ নেতা সাঈদ মোড়লের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন করা হয়।
শুক্রবার বিকেলে ঈদগাহ নির্মাণ স্থলে এ মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন সরদার, আব্দুর রশীদ গাজী, মসজিদের ইমাম আব্দুর রহমান, শাহিনুর, আব্দুল জব্বার, আলমগীর কবির, রাজু শেখ, সেলিম সরদার, নাঈম, আনারুল গাজী, সাইফুল্লাহ সানা, খায়রুল ইসলাম, সুখজান বেগম, শাহনাজ পারভিন, ঝর্ণা, হাসিনা, বিউটি, মমতাজ, সিদ্দিক গাজী, হাফিজুর মোড়ল, ফারজানা, শিরিনা, ফকির মোড়ল, হাসিনা আক্তার, রাণী, সবুরা বেগম ও নাসিমা বেগম সহ শত শত নারী পুরুষ।
উল্লেখ্য উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়ায় ঈদগাহ নির্মাণ কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাঈদ মোড়লের সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়। দক্ষিণ সলুয়া বায়তুন নুর জামে মসজিদের আওতায় কিরাতুল কুরআন মাদরাসার অনুকূলে রামচন্দ্র নগর মৌজায় ৩৯৭ খতিয়ানের ১৯৪ দাগে ৪ শতক জমি ক্রয় করে এর সাথে ১৭ শতক সরকারি খাস সম্পত্তি নিয়ে উক্ত জমিতে ঈদগাহ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশী সাঈদ মোড়ল এ কাজে বাঁধা হয়ে দাড়ায়।
এলাকাবাসীর অভিযোগ সরকারি খাস জমিতে সাঈদ মোড়লের কোন বৈধ অধিকার নাই। তিনি ক্ষমতা বলে দীর্ঘদিন খাস জমি দখল করে রেখেছিল। এনিয়ে সাঈদ মোড়ল মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর নামে থানায় হয়রানি মূলক মিথ্যা মামলা করে। এ মামলায় পুলিশ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলাম কে আটক করলে ফুসে ওঠে এলাকাবাসী। এলাকাবাসী এর প্রতিবাদে শুক্রবার সকালে থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তী ওসি সবজেল হোসেন সরেজমিন গিয়ে ঘটনার সুষ্ঠু করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসী কে আশ্বস্ত করেন।