এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, পুলিশ উপপরিদর্শক মোঃ আব্দুল হালিম, উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, মহিলা দল নেত্রী আরজোদা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম সরকার প্রমুখ।

অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারীদের অধিকার সম্পর্কে তাদের নিজেদের সচেতন হতে হবে। বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তা থাকলে একজন নারী সকল ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। আধুনিক বিশ্বে নারীরা কর্মক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জন করতে পেরেছে। নিজ অবস্থানে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দায়িত্ব পালনে সচেষ্ট হলেই অধিকার আদায়ে সফল হওয়া সম্ভব।