উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি
আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের মধ্যে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে এসএমপি সদর দফতরের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সহ-সভাপতি শিমুল মুৎসুদ্দী ও অংশু মারমা, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মিল্টন বড়ুয়া প্রমুখ।
সভায় পুলিশ কমিশনার জানান, ১১ মে (রবিবার) অনুষ্ঠিতব্য বুদ্ধ পূর্ণিমা উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তি শোভাযাত্রাসহ সকল আয়োজন নিরাপত্তার চাদরে রাখা হবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ড্রোন ক্যামেরায় মনিটরিং করা হবে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা।
তিনি আরও বলেন, “গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, র্যাব-৯, সেনাবাহিনী (৩৪ বীর), সিলেট সিটি করপোরেশন, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।
পুলিশ কমিশনার সুষ্ঠু ও সুন্দরভাবে বুদ্ধ পূর্ণিমা সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।