Barisal Correspondent:
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে বরিশালে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিল শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষক সংকট দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে এক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের অংশ হিসাবে ৩০ জুন দুপুরে প্রশাসনিক ভবনে এই তালা মারল কলেজের ছাত্র – ছাত্রীরা। এবং সমাধান না হলে শিক্ষার্থীরা আমরন অনশনের হুশিয়ারী দেন।
শিক্ষার্থীদের পাঁচটি দাবি যথাক্রমে বহুতল বিশিষ্ট হল নির্মাণ, অডিটোরিয়াম নির্মাণ, কলেজগেট আধুনিকায়ন করা, আধুনিক লাইব্রেরি, বার্ষিক বাজেট বাড়ানো সহ শিক্ষক সংকট দূরীকরণের ব্যবস্হা গ্রহন করা।
দক্ষিণ অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ
যাকে বাংলার অক্সফোর্ড বলা হয়। এ বিদ্যাপীঠের ছাত্র – ছাত্রীরা বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গনতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে।
প্রতিষ্ঠার ১৩৬ বছরে অবস্থান করে বর্তমানে ৩০ হাজার ছাত্র – ছাত্রীদের পদচারণায় মুখরিত কলেজ ক্যাম্পাস। সমগ্র বরিশাল বিভাগের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা কলেজটিতে অধ্যয়ন করে। কিন্তু আবাসিক সংকটের কারনে সবার জন্য হলে থাকার সুযোগ হয় না।মাত্র পাঁচ (৫) শতাংশ শিক্ষার্থীর ভাগ্যে জুটছে এই আবাসিক সুবিধা।
কলেজ অধ্যক্ষ ড. তাইজুল অফিসিয়াল কাজে বরিশালের বাহিরে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। তিনি বরিশাল আসলে তার সাথে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।