Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে মহরম আলী (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শমশেরনগর রেলস্টেশনের লালগোদাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহরম আলী হাজীপুর ইউনিয়নের চান্দগাঁও এলাকার বাসিন্দা এবং পীরেরবাজারের এক ভুসিমাল ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় তার শরীর কয়েক টুকরো হয়ে যায়,যা দেখে এলাকাবাসী শোকাহত হয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই দিপক ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন,তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।