Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি জানান।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সকাল ১১টা থেকে নীলফামারী চৌরঙ্গি মোড় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী আহমেদ রায়হান, জজ কোর্টের জিপি আবু মো: সোয়েম, বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ আরও অনেকে।

নীলফামারী থেকে মেডিকেল কলেজ সরানো কোন প্রকার ষড়যন্ত্র না করার হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, এই ষড়যন্ত্র অব্যাহত থাকলে নীলফামারীবাসি এক হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। মেডিকেল কলেজ না সরিয়ে এলাকায় একটি পাবলিক কলেজ প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।
শিক্ষার্থীরা বলেন, নীলফামারী মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক ও চিকিৎসক থাকার পরেও এটা বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন। একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়ে সব সমস্যার সমাধান হতে পারে না। মেডিকেল কলেজকে মানহীন ট্যাগ দিয়ে বন্ধের সেই ষড়যন্ত্র বন্ধ করে অতিসত্বর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করার আহ্বান জানান তারা।
নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবীতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।