এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারি ও ক্রীড়া সংস্থার সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং রতনপুর ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসারসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও খেলোয়াড়রা।
এর আগে, গত ৭ মে রাজধানীর ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কালিগঞ্জের দলটি সিলেটের তাজপুর ডিগ্রি কলেজকে ৩-১ গোলে পরাজিত করে আন্তঃকলেজ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল হক, যিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
সাতক্ষীরার গর্বিত ফুটবল দল ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, “এই সাফল্য জেলার তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকবে। জেলা প্রশাসন সবসময় ক্রীড়ার উন্নয়নে পাশে থাকবে।”