Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
সৈয়দপুর লায়ন্স ক্লাবের ডিরেক্টর ও শহরের রংপুর রোডস্থ ‘স্টিল কর্ণার’ বিক্রয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লায়ন আজহার রানা (৬৪) ইন্তেকাল করেছেন।
শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর প্রথম জানাজা রোববার সৈয়দপুর লায়ন্স স্কুল চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর সৈয়দপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।
লায়ন আজহার রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি, সম্পাদক ও সদস্যরা; লায়ন্স স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ; বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সূধীজন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।