Habiganj Correspondent:
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে সড়ক আটকে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ।
রোববার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রভাষক আব্দুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জের মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে। বন্ধের চক্রান্ত করা হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করা হবে।
এ সময় স্বাস্থ্য উপদেষ্টাকে ফ্যাসিস্ট হাসিনার দোসর বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। তাকে বহিষ্কারের দাবিও জানানো হয়।