Md. Maruf Hossain, Sharsha Upazila Representative:
ঈদুল ফিতরের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে যশোরের শার্শায় ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ঘিবায় স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) ঈদের নামাযের পর স্বপ্নছায়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৪ নং ঘিবা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।এ খেলা ১০ জন করে ৮ টি দলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ আবুল বাসার, মোঃ আশানুর রহমান,মোঃ সাগর হোসেন, মোঃ মাহাবুল আলী, সভাপতি মোঃ মাহবুব আলম,সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন, পরিচালক মোঃ আশরাফুল আলম, সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম,মোঃ জয়নাল আবেদীন,মোঃ রফিকুল ইসলাম, মোঃ ওজিউর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার আয়োজনকরা বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ও ভাগাভাগি করে দিতে আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি।