সামসুল হক জুয়েল, নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশীপের আয়োজনে নির্বাচন না সংস্কার : বিদ্যমান পরিস্থিতি শীর্ষক জাতীয় সংলাপ(২য় পর্ব)। গত ১৬ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকার বেইলী রোডে অবস্থিত নবাবী ভোজ রেস্টুরেন্টে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সময় দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল অব লিডারশীপ এর কো-অর্ডিনেটর জনাব হুমায়ুন কবীর পাটোয়ারী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লিডারশীপের নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদ। আয়োজিত সংলাপে মূূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মো: শামীমুর রহমান(গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।

এ সময় স্কুল অব লিডারশীপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানী এক ভিডিও বার্তায় বলেন ” সংস্কার একটি নিয়মিত প্রক্রিয়া, যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচ বছর পর পর,তাই নির্বাচন জরুরি এবং অনির্বাচিত সরকারের পরিবর্তে নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার করলে অধিক গ্রহণযোগ্য হবে।”
অন্যান্যের মাঝে প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান(লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)তার আলোচনায় বলেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠান অবশ্যই জরুরী, তবে এ নির্বাচন যাতে গ্রহণযোগ্যতা পায় সেইজন্য যতটুকু সংস্কার করা দরকার তা অবশ্যই সম্পন্ন করতে হবে। পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলে আর যাতে ফ্যাসিস্ট তৈরী না হয় সেজন্য সকলের দৃষ্টি রাখতে হবে। স্কুল অব লিডারশিপ ইউএসএ, এই লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতার আজ এই ২য় সংলাপ।
প্রফেসর ডঃ এম এম শরিফুল করিম, (বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়)বলেন, আগে নির্বাচন পরে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে বড় বড় সংস্কার সম্পন্ন করা যেতে পারে। শুধু নির্বাচন সুষ্ঠুভারে সম্পন্ন করার জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা এ সময় করা যেতে পারে।
মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভূঞা বলেন, সংস্কার সবসময়ই দরকার তবে বাংলাদেশে সবচেয়ে বড় দরকার হলো রাজনৈতিক দলের মধ্যে সংস্কার। যতই সংস্কার হোক মানুষের মন মানসিকতার পরিবর্তন না হলে সংস্কার ফলপ্রসু হবেনা। তাই নিয়মিত সকল দলের সাথে সংলাপের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে।।
এসময় আরো উপস্থিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সহ সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারোয়ার হোসেন,
বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির ঢাকা মহানগর উত্তরের জেনারেল সেক্রেটারি কামরুল হাসান চৌধুরী বিপু, সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুল আলম, এডভোকেট আমিনুল ইসলাম মনির, অবসরপ্রাপ্ত লে.কর্নেল. শরীফ, বিশিষ্ট সাংবাদিক কাজী বাশার, মনিরুজ্জামান মনির, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সোল ইউএসএ,মোঃ ফয়েজ কাউসার।