বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর বিদায় সংবর্ধনা যশোর শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বুধবার এ অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কমিশনার মোঃ আবু হান্নান এর সভাপতিত্ব অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কোষাধ্যক্ষ মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, আঞ্চলিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
বক্তারা বিদায়ী কর্মকর্তার সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা ও তার কর্মদক্ষতার বিষয়ে আলোকপাত করে স্কাউট আন্দোলনে তার মত কর্মকর্তার প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন,”আমরা একজন চৌকষ কর্মকর্তাকে হারালাম, তিনি অল্প সময়ে তার আন্তরিকতা ও কাজের মাধ্যমে সবার মন যেভাবে জয় করেছে তা অনুকরণীয়”। তিনি বিদায়ী উপ পরিচালকের সার্বিক মঙ্গল ও নতুন অঞ্চলে সাফল্য কামনা করেন। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটসের এক অফিস আদেশে খুলনা আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক হিসেবে বদলি করার প্রেক্ষিতে খুলনা অঞ্চলের নির্বাহী কমিটির সভা শেষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।