Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও নীলফামারী জেলা কার্যালয়ের যৌথ অভিযানে সৈয়দপুর উপজেলার ৫ টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দিনব্যাপী এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ঢাকাস্থ সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। তাদের সহযোগিতা করেন নীলফামারী জেলা পুলিশ বিভাগ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-১৩ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস-এর একদল সদস্য।
অভিযানকালে নিয়ামতপুর এলাকায় অবস্থিত মোঃ এরশাদ আলী এর মেসার্স এম এ বি ব্রিকস, দলুয়া এলাকার সুরেশ সিংহানিয়া এর মেসার্স বি পি এল-২ ব্রিকস, মো. এজাজ আহমেদ এর মেসার্স এ এস বি ব্রিকস, কলাবাগান এলাকার মো. আহেদুল হক এর মেসার্স এ স্টার বি ব্রিকস, মো. জাহিদুল ইসলাম এর এ বি এল ব্রিকস ইটভাটার মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(১) ধারা লংঘনের দায়ে এই জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও ইটভাটাগুলোর কিলন স্কেভেটর দিয়ে আংশিকভাবে গুড়িয়ে দেওয়া হয় । পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।