Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ মানুষ ফিলিস্তিনের জন্য হাত তুলে মোনাজাতে অংশ নেন।

সোমবার (১৪ এপ্রিল) মাগরিব নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত শহরের বাংলা হাই স্কুল মাঠে ওই সুন্নি কনফারেন্সের আয়োজন করা হয়। গাউসিয়া ইসলামিক মিশন ও সৈয়দপুরের সর্বস্তরের সুন্নী জনতার ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।
এতে পাকিস্তান, ভারত, দুবাই, লন্ডন, ফ্রান্স, ওমান, নেপালসহ দেশ-বিদেশ থেকে বিভিন্ন আলেম-উলেমারা অংশ নেন। আসরের পর পরই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠেই ধর্মপ্রাণরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন।
কনফারেন্সে বিশ্ববিখ্যাত নাতখাঁ, বর্তমান বিশ্বে তুমুল জনপ্রিয় কিউ টিভি পাকিস্তানের প্রিয় মুখ হাফিজ তাহির কাদেরী নাত পরিবেশন করে উপস্থিতদের মনে ফিলিস্তিনের ভালোবাসা জাগিয়ে তোলেন।
বিশাল ওই সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন লন্ডন ম্যানচেস্টারের ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট হযরতুল আল্লামা কামরুজ্জামান আল-আযামী। পুরো কনফারেন্স সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল কুরআন একাডেমী আমেরিকার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী।
এছাড়া বিশেষ মেহমানের বক্তব্য রাখেন ওমানের শাইখ হাইসান কারীম, দুবাইয়ের হাজী রফিক বারকাতী, ফ্রান্সের উমার আল-ফকেহানী, ভারতের আজমীর শরিফের শাইক ইমরান বারকাতী, পাকিস্তানের করাচীর শাইখ ইয়াসিন বারকাতী ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, নেপালের শাইখ নুর মোহাম্মদ মিসবাহী।
এছাড়াও দেশের ও স্থানীয় অন্যান্য উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।