Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
প্রতি বছরের মত এবারও শিল্পগোষ্ঠী ইকু গ্রুপের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দেখা ছিলেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন, মরহুম আলহাজ্ব কতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি ও ইকু গ্রুপের পরিচালক ইরফানুল আলম ইকু।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জাতীয় যুব সংহতির জেলা সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, বন্ধন শিল্প সাহিত্য সংগঠনের সভাপতি আবু তাহের বসুনিয়াসহ সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাবেক এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব কুতুবুল আলম দীর্ঘদিন থেকে ঈদুল ফিতর ও ঈদুল আযহায় এলাকার দরিদ্র মানুষদের ঈদ উপহার হিসেবে এভাবে শাড়ি লুঙ্গি ও সেমাই চিনি দিতো।
সেই ধারাবাহিকতায় তাঁর অবর্তমানে আমি চেষ্টা করে যাচ্ছি। সাথে ছেলে ইকুকেও একাজে সম্পৃক্ত রেখেছি। যাতে ভবিষ্যতে সে এই দায়িত্ব অব্যাহত রাখতে পারে। গতবছর ৫ হাজার মানুষকে দিয়েছি। আর এবার ৬ হাজার শাড়ি লুঙ্গি দিলাম।
একইভাবে সৈয়দপুর পৌরসভায় ও নির্বাচনী এলাকা নীলফামারী-৪ এর অন্য উপজেলা কিশোরগঞ্জেও শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে। তাছাড়া ঈদের আগেই বাড়ি বাড়ি খাদ্য সামগ্রীও পৌঁছে দেয়া হবে।
এসময় ১০৪ বছর বয়সী ওসমান গনী বলেন, আমি সিদ্দিকের বাবার স্কুলবন্ধু। সেই সময় থেকেই এই পরিবারের আনুকুল্যে চলে আসছি। সিদ্দিকও আমাকে সব সময় স্মরণ করে সহযোগিতা করে। আমি দোয়া করি যেন তার ছেলে ইকুও বাপ-দাদার মত মানবসেবায় আজীবন নিয়োজিত থাকতে পারে।
উল্লেখ্য, এই বোতলাগাড়ীতেই সাবেক এমপি ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম এর গ্রামের বাড়ি। এখানেই মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তার৷ বাবা ও মা সায়িত।