সিলেট প্রতিনিধি:
সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) তারাবির নামাজের সময় শিবগঞ্জ সোনারপাড়া উপশহর মেইন রোডে নবারুণ-২৬, (ইলাক ভিলা) জাকের মুক্তাদির শাহির বাসায় চূরির ঘটনা ঘটে। এ সময় বাসার সবাই ঈদ শপিংয়ে বাইরে ছিলেন এবং বাসাটি তালাবদ্ধ ছিলো।
স্হানীয়রা জানান, চুরির সময় বাসায় পুরুষ মানুষ সবাই তারাবির নামাজে ছিলেন, বাসার মহিলারা বাসায় তালা দিয়ে ঈদ শপিং করতে বের হন। এই সুযোগে বাসায় প্রবেশ করে চোর এবং স্বর্ণ, পাউন্ড, টাকা ও মোবাইল নিয়ে যায়।
এদিকে চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে আসেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এমদাদ হেসেন চৌধুরীসহ স্হানীয় নেতৃবৃন্দ। এসময় তিনি বাসার ভিতর ঘুরে দেখেন।
গতকাল রাত থেকে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চোর মাথায় টুপি পরে খালি হাতে হেটে যাচ্ছে। এর কিছুক্ষন পর অন্য আরেকটি ছবিতে দেখা যায় চুরি করে মালপত্র নিয়ে সে পালাচ্ছে।
বাসার মালিক জাকের মুক্তাদির শাহি বলেন, আমার বাসায় কেউ ছিলেন না ফাঁকা বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। নগদ পাউন্ড ও নগদ অর্থ বাসায় ছিলো। এগুলোসহ মোবাইল, স্বর্ণ চুরি হয়। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, আমরা চুরির ঘটনাটি শুনেছি। সিসিটিভি ফুটেজে সংগ্রহ করা হয়েছে। বাসার মালিক অভিযোগ দিয়েছেন। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।