সিলেট ব্যুরো:- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে বাস চাপায় এক মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ আলী আহমেদ (৩৫)। তিনি দাউদপুর ইউনিয়নের ইনাতআলীপুর গ্রামের আঞ্জুম আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল আটটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কুলাউড়া থেকে সিলেটগামী একটি বাস মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদ্রাসার সামনে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।