Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইরে জামসা- চারিগ্রাম সড়কের সেতুর উপর তেলের লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তেলের লড়ি ও মোটরসাইকেল আগুনে ভস্মীভূত হয়।
ঘটনাটি ঘটেছে, বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজার সেতুর পশ্চিম পাড়ে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে চারিগ্রাম বাজারের পশ্চিম পাড়ে মেসার্স আলী আকবর ট্রেডার্সে দোকানে তেল দেয়ার সময় হঠাৎ ব্রজপাতের ঘটনা ঘটে।

এতে লড়ির পিছনে আগুন লাগে। এ সময় লড়ির চালক দ্রুত সেতুর নিয়ে গাড়ী থেকে নেমে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের রজ্জব আলী মেম্বারে মুদি দোকানে আগুনের লেলিহান শিখায় মালামালসহ মোটরসাইকেল পুড়ে যায়। পরে এলাকাবাসী সিংগাইর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ট্রিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চারিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাজেদুল আলম তালুকদার স্বাধীন বলেন, লড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ড্রাইভার তেলে গাড়ীটি সরিয়ে না নিলে পুরো বাজার বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হতো। আল্লাহ কাছে শুকরিয়া আমাদের এলাকার তেমন ক্ষতি হয়নি।