Gaibandha Correspondent:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হতাহতদে সম্মাননা দেওয়া হয়েছে। একইসাথে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার আর এ গণি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানটির আয়োজন করে আইয়ুব আলী-রহিমা খাতুন ফাউন্ডেশন ও আর এ গণি স্কুল এন্ড কলেজ।
এ অনুষ্ঠানে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- আর এ গণি স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলার সন্তান ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা প্রশাসক, চৌধুরী মোয়াজ্জম আহমদ, সিভিল সার্জন রফিকুজ্জামান, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটু, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক শাহজাহান সাজু, ওসি তাজ উদ্দিন খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন শিক্ষক আকুল আকন্দ।
প্রধান অতিথি মোতাহার হোসেন বলেন, আমি সাদুল্লাপুর-গাইবান্ধা উন্নয়নের স্বপ্ন দেখি এবং তা বাস্তবায়নের চেষ্টা করছি। আগামীতে শিক্ষা, স্বাস্থ্যে উন্নয়নসহ ঘাঘট নদী শ্বাসনের আশ্বাস দেন তিনি।