এস এম হাবিবুল হাসান,Satkhira Correspondent:
“এসো স্মৃতির প্রাঙ্গণে,মিলি প্রীতির বন্ধনে”এই প্রতিপাদ্য বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ২০০১-২০০২ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০১ এপ্রিল)সকাল থেকে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে ২০০১-২০০২ ব্যাচের বিভিন্ন বিভাগের প্রায় তিনশো জন শিক্ষার্থী তাদের পরিবার পরিজন নিয়ে একে একে হাজির হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা ২০০১-০২ সালের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী উপলক্ষে সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানেই শেষ হয়।
র্যালী শেষে অংশগ্রহণকারীদের পরিবেশনায় একক অভিনয়, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।
পুরাতন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী একসময় মিলনমেলায় পরিনত হয়।বন্ধুরা তাদের পুরাতন বন্ধুদের পেয়ে হই উল্লোল ও গাল গল্পে মেতে উঠে।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসেম,উপাধ্যক্ষ মোস্তাসিন বিল্লাহ,বাংলা বিভাগের অধ্যাপক শফিকুর রহমান পরাগ,ইংরেজি বিভাগের অধ্যাপক ড.শানিনুর রহমান।
পরে বিকালে স্থানীয়,যশোর ও খুলনার নামী শিল্পিদে পরিবেশনায় কলেজের শহীদ মিনার চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক মাহমুদ চৌধুরী উজ্জ্বল,সদস্য সচিব মোস্তাফিজ মিলন,সোহাগ, কাজল, টিপু, জাকির,প্রতাপ,তাপস,কল্লোল,আরিফ প্রমুখ।