লিমন মিয়া (সরিষাবাড়ী) জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুস সাত্তার (৫৫) নামে এক ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক সোহেল রানাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের মৃত রেজাউল করিমের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।
ঘটনার দিন দুপুরে আব্দুস সাত্তার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় ভিক্ষা করতে গেলে অভিযুক্ত সোহেল রানা তার কাছে টাকা দাবি করেন। আব্দুস সাত্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেন।
স্থানীয়রা আহত আব্দুস সাত্তারকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”