Md. Hamidur Rahman Limon, Crime Reporter:
রংপুর সদর উপজেলার দুটি এসএসসি ও একটি দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাইফুল ইসলাম। এ সময় পরীক্ষা গ্রহণের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি কদমতলী দাখিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা ,পাগলাপীর স্কুল ও কলেজ ও হরিদেবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা গ্রহণ সরেজমিনে দেখতে আসেন। পরীক্ষা গ্রহণের পরিবেশ, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সুন্দর পরিবেশ দেখে মুগ্ধ হন তিনি। তবে সকাল ১০টায় পরীক্ষা শুরুর সময় ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় পরীক্ষা রুমগুলোতে অন্ধকার পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের সহায়তার জন্য কেন্দ্র সচিবগণ মোমবাতি জ্বালিয়ে তাদের সহায়তা করেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ এলে কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। কদমতলী দাখিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব মাওলানা আব্দুল জলিল জানান, আমার কেন্দ্রের চারপাশে বাউন্ডারী ওয়াল দেয়া। নকল করার বা নকল দেয়ার মতো ক্ষমতা কারো নেই। আমরা অনিয়ম রুখে দিতে কঠোর অবস্থানে আছি। হরিদেবপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মৃত্যুঞ্জয় রায় জানান, শিক্ষার্থী বেশী হওয়ায় আমার কেন্দ্রে স্থান সংকুলন হয়নি। তাই প্রাইমারী স্কুলের দুটি রুমে পরীক্ষা নেয়া হচ্ছে। আমি সব সময় এলার্ট আছি।