শেরপুর নালিতাবাড়ী বাড়ী উপজেলার রামচন্দ্র কুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের গেদালুপাড়া গ্রামে গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ গরু একাধিক ছাগল সহ ৬ মন চাউল, গোয়াল ঘর,রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত রোববার ১৩ এপ্রিল দিবাগত রাত অনুমান ১২ টায়।
সরেজমিনে গিয়ে জানাগেছে গত রোববার অনুমান ১২ টার সময় নালিতাবাড়ী উপজেলার মিজানুর ও শাহ আলমের গোয়াল ঘর, রান্না ঘরে আগুন লেগে ২টি গরু পুড়ে মারাগেছে ১টি গরু পুড়ে অসুস্থ। কয়েকটি ছাগল সহ রান্নাঘরে রাখা ৬মন চাউল গোয়াল ঘর রান্না ঘর ভস্মীভূত হয়েছে।
স্থানীয়রা জানান রোববার রাত অনুমান ১২ টার সময় কে বা কাহার আগুন দেয়।
তবে এ সময় একই গ্রামের ফরহাদের ছেলে এমরান কে ঘটনার পূর্বে ওই বাড়ির আসেপাশে ঘুড়তে দেখেছে বলে জানান।
ক্ষতি গ্রস্থ পরিবারের দাবী মিজানুর রহমানের ছোট ভাইয়ের সাথে ফরহাদের ছেলে এমরানের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল।
শাহ আলমের ভাবি বলেন, এমরান কয়েকদিন যাবৎ তার দেবর শাহ আলমকে মারার জন্য বাড়ির আসে পাশে ঘুরছিল। শাহ আলমকে মারতে না পেরে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে।
শাহ আলমের বাবা বলেন, কে বা কারা আগুন দিয়েছে আমরা জানতে চেষ্টা করছি।
পুলিশ এসে শাহআলমকে জানিয়েগেছে, এমরান আমার ছেলে ও নাতির বিরুদ্ধে থানায় মামলা দিছে।
আমার ছেলেদের সব পুড়ে শেষ এমরান মিথ্যা মামলা করে নিজের অপরাধ ঢাকতে চেষ্টা করছে।
স্থানীয় শাহিন ও লিটন নামের একজন জানান, আগুন লাগার কিছু ক্ষন আগে ঘটনাস্থলে এমরান কে শাহ আলমের বাড়ির সামনে দোকানে বসে থাকতে দেখা গেছে।
এলাকাবাসী বলেন, এমরানের সাথে জায়গা জমি নিয়ে বিরোধের সৃষ্টি হলে
প্রায় দেড় বছর আগে এমরান শাহ আলম কে শারিরীক ভাবে লাঞ্ছিত করে।
এরপর থেকে এমরান শাহ আলমকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকে।
শাহআলম গোপনে আগুন লাগার কারন খুজতে থাকে।
এসময় কানাঘুষায় শাহআলম পূর্ব কলহের জের এমরান আগুন লাগিয়েছে মন্তব্য প্রকাশ করে।
এমরান নালিতাবাড়ী থানায় শাহলাম ও তার ছেলের নামে লিখত অভিযোগ করেছে বলে জানায়।
শাহ আলম জানান, নালিতাবাড়ী থানা থেকে একজন কর্মকর্তা তার নিকট এসেছিল। এমরান তাদের বাপবেটার বিরুদ্ধে অভিযোগ করেছে বলে জানায়।
ক্ষতি গ্রস্থ পরিবারের গভীর সন্দেহ পূর্ব শ্রত্রুতার জেরধরে এমরান অগ্নি সংযোগ করে তাদের ক্ষতি করেছে।
এ ব্যাপারে এমরানের সাথে ০১৯২০২৪৩৭৭৪ নাম্বারে যোগাযোগ করলে, এমরান জানান, তার সাথে পূর্ব থেকে কলহ বিদ্যমান, শাহআলম তাকে আগে থেকে হুমকি দিয়ে আসছিল, তার কারনে এমরান নিজের এলকায় যেতে পারে না তাই সে অনেক আগেই থানায় জিডি করেরেখেছিলেন।
Lal Md. Shahjahan Kibria
Sherpur