লালমোহাম্মদ কিবরিয়া : শেরপুরে ঈদুল ফিতর পরবর্তী যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানিরোধে নকলা শেরপুর সদর উপজেলার বিভিন্ন টার্মিনালে অভিযান পরিচালনা করে প্রশাসন।
৬ এপ্রিল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০ মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের সূত্রে জানাগেছে, গত শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা সদরের শেরপুর থানামোড়ে ঢাকা ও সিলেটগামী বাসে এবং কানাশাখোলা মোড়ে সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা।
এ সময় বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ জন সিএনজি ড্রাইভারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, নকলা উপজেলায় ঢাকাগামী বাস ও ময়মনসিংহগামী সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী পরিসেবা নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭ মামলায় ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
যাত্রী পরিবহন সেবা নিশ্চিত করনে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।