হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি-
শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মঙ্গলবার সকালে রংপুরের পরশুরাম থানার নিয়ামত (পান্ডার দীঘি) একাডেমিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মোত্তালেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান। প্রধান আলোচক ছিলেন সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শেখ আজহারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সোনারতরী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম আতিক, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান লাভলু মিয়া, শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস জেলি, বিদায়ী শিক্ষার্থী আয়শা আক্তার সুরমা ও সমাপ্তি রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার’ পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ আবু বক্কর সিদ্দিক।