Sunamganj Correspondent:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামের ভূমিখেকো
আতাউর রহমান ও তার সহযোগি কর্তৃক গ্রামের প্রাইমারী স্কুলের মাঠ থেকে ও পাশর্^বর্তী
নদী থেকে অবৈধভাবে মাঠি খনন করে গর্ত সৃষ্টি করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের
দাবীতে মানববন্ধন ও উপজেলা নিবার্হী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় তেহকিয়া গ্রামবাসির আয়োজনে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তেহকিয়া গ্রামের প্রবীন মুরুব্বী সুলতান মিয়ার সভাপতিত্বে ও গ্রামের মহর উদ্দিনের
সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন তেহকিয়া গ্রামের সুলতহান আহমদ, ফখরুল
ইসলাম, লুৎফুর রহমান, শামীমম আহমদ, আবু তালিব, রিপন মিয়া, আব্দুল হামিদ, আজিজুর
রহমান, বাবুল মিয়া, সফর আলী,, মনু মিয়া, মানিক মিয়া, আব্দুল আহাদ, দিলোয়ার হোসেন,
আব্দুল কাহার,খলিলুর রহমান, আব্দুল ওয়াহিদ, আল আমিন, আব্দুস শহিদ, ফয়জুর রহমান, সালেহ
আহমদ, আব্দুর রজাক, নবীর মিয়া, হোসেন আহমদ সহ প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের মার্চ মাসে তেহকিয়া গ্রামের ভূমিখেকো আতাউর ও
তার ৬জন সহযোগিদের বিরুদ্ধে তেহকিয়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের
খেলার মাঠে অবৈধভাবে পেশীশক্তির জোরে বড় গর্ত করে মাটি উত্তোলন ও পাশর্^বর্তী নেতাই
নদী থেকে ও মাটি উত্তোলন করে অন্যত্র মাটি বিক্রি করে আসছিলেন। গ্রামবাসি এর প্রতিবাদে
করলে কোন কর্ণপাত না করায় তেহকিয়া গ্রামবাসী মিলে গত ১৭ মার্চ জেলা প্রশাসক বরাবরে
একটি লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন।
পরবর্তীতে গত ১৮ই মার্চ শান্তিগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার(ভূমি) মোঃ ফজলে
রাব্বানি চৌধুরী সরেজমিনে স্কুল মাঠ ও নেতাই নদী পরিদর্শন করেন এবং সত্যতা পান। পরে
স্থানীয় পুলিশের সহযোগিতায় ভূমিখেকো আতাউর রহমানকে আটক করেন এবং মোবাইল
কোর্টের মাধ্যমে নগদ দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। এবং আগামী ১৫ দিনের মধ্যে
তেহকিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের ও নেতাই নদীর খননকৃত জায়গা ভরাট করে দেওয়ার
নির্দেশনা প্রদান করেন। কিন্তু সরাকরী নির্দেশনা প্রদানের প্রায় একমাস অতিবাহিত হলেও
ভূমিখেকো আতাউর রহমান ও তার সহযোগিরা বিদ্যালয়ের খননকৃত খেলার মাঠ ও নেতাই নদী
ভরাট না করে উল্টো তেহকিয়া গ্রামবাসীকে হুমকি দামকী দিয়ে আসছেন বলে বক্তারা উল্লেখ
করেন। ছাত্রছাত্রীদের এই খেলার মাঠটি দ্রæত ভরাট করে না দিলে আগামী আগামী কয়েকদিনের
মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বৃষ্টির পানিতে খননকৃত খেলার মাঠটি ভরে গেলে
ছাত্রছাত্রীদের প্রাণহানির একটি আশংঙ্কা থেকেই যায়। তাই অবিলম্বে অভিযুক্ত ভূমিখেকো
আতাউর গংদের গ্রেপতারের পাশাপাশি তেহকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খননকৃত খেলার
মাঠ ও নেতাই নদী ভরাট করে দেওয়ার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবী জানান। পরে
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন
মানববন্ধনে আসা লোকজন।
Kulendu Shekhar Das
Sunamganj Correspondent