জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ):
ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তাওহিদি জনতা। শুক্রবার জুম্মার নামাজারের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামে’আ ইসলামিয়া পাগলা মাদ্রাসার মুহ্তামিম মুফতি মুনাজির আহমদ। হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম হাফিজ আবু সাঈদ ও গাজী আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন শাহার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এসময় ফিলিস্তিন ও বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন পাগলা বড় জামে মসজিদে খতিব আহমেদ কবির আমীনী। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পশ্চিম পাগলা ইউনিয়নের তাওহিদি জনতা উপস্থিত ছিলেন।