Satyajit Das (Moulvibazar Correspondent):
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদ, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবু হোসাইন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) অনিল বিকাশ চাকমা সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে পুলিশ সুপার বলেন, “যে আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তা জাতি চিরকাল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে। দেশের প্রতি দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে, ভবিষ্যতেও রাখবে।”
মৌলভীবাজার জেলা পুলিশের এই শ্রদ্ধাঞ্জলি কার্যক্রম মহান স্বাধীনতা দিবস উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শহরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে করে শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপন করা যায়।