ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
“এসো হে বৈশাখ”—এই আহ্বানে সাড়া দিয়ে লাল-সাদা পোশাকে সজ্জিত শতশত মানুষ, ঢাক-ঢোলের তালে তাল মিলিয়ে রাঙিয়ে তুলল ভূরুঙ্গামারীর রাজপথ। সোমবার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হলো বাংলা নববর্ষ ১৪৩২।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি শুরু হয় বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা মাধ্যমে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ। সবার পরনে ছিল বৈশাখী সাজ—নারীরা লাল-সাদা শাড়ি আর পুরুষেরা পাঞ্জাবিতে ছিলেন সজ্জিত।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা। পাশাপাশি ছিল গ্রামীণ মেলার আয়োজন—পিঠা-পুলি, হস্তশিল্প, খেলাধুলা ও শিশুদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই আয়োজন আমাদের সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করে।” তিনি সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছাও জানান।
পহেলা বৈশাখ উপলক্ষে ভূরুঙ্গামারীর এই বর্ণিল আয়োজনটি ছিল সম্পূর্ণ নিরাপদ ও সুশৃঙ্খল। নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল।
নতুন বছরের সূচনাকে কেন্দ্র করে এই আনন্দমুখর আয়োজন এলাকাবাসীর মনে এক নতুন আশার আলো জাগিয়েছে। সকলেই প্রত্যাশা করছেন, নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।