Nazmul Hossain, Thakurgaon Correspondent:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রেসক্লাব পুরাতনের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পির মমতাময়ী মা রাণীশংকৈল বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আলেয়া বেগম (৭৫) অসুস্থতা জনিত কারণে সোমবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের চাঁদনী এলাকার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পরে উত্তর সন্ধ্যারই গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে বিকাল সাড়ে ৫ টায় দাফন সম্পন্ন করা হয়। মরহুমার জানাযা নামাজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র,সাংবাদিক সহ নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যু কালে তিনি ৩ জন পুত্র সন্তান সহ নাতি নাতনি ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান।
সাংবাদিক শিল্পির মমতাময়ী মায়ের মৃত্যুতে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম সম্পাদক খুরশিদ আলম শাওন, প্রেসক্লাব পুরাতনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ বিভিন্ন পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।