Monir Hossain, Benapole Correspondent:
যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাওলানা মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ, রাতুল হাসান প্রমুখ।
বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবি জানান। অন্যথায় আবারো মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা করেন।
বক্তারা আরো বলেন, নাভারন বাজারে মৃত ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রান কেড়ে নিতে পারে। সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রæত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছ গুলো অপসারন প্রয়োজন। তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।