Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র.) পৌর ঈদগাহ মাঠে। ঈদের আনন্দমুখর এই দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য আয়োজন করা হয়েছে তিনটি পৃথক জামাত।
জামাতসমূহের সময়সূচি:
প্রথম জামাতঃ– সকাল ৬টা ৩০ মিনিট ।
দ্বিতীয় জামাতঃ– সকাল ৭টা ৩০ মিনিট ।
তৃতীয় জামাতঃ– সকাল ৮টা ৩০ মিনিট ।
এই তথ্য নিশ্চিত করেছেন,মৌলভীবাজার পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বুলবুল আহমদ।
প্রথম জামাত:
প্রথম জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের খতিব এবং বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জেলা সভাপতি ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম।
সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ,যিনি বায়তুল মোনাওয়ার জামে মসজিদের খতিব এবং জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ।
দ্বিতীয় জামাত:
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল আমান জামে মসজিদের খতিব এবং মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল হক। সানী ইমাম হিসাবে থাকবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম,মাওলানা মুজাম্মেল হক মাহিরী।
তৃতীয় জামাত:
তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের খতিব এবং আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম-এর মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমাম থাকবেন কাজিরগাঁও জামে মসজিদের খতিব, মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী।
প্রতিটি জামাতের আয়োজন চলছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে,যেন মুসল্লিরা শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে নামাজ আদায় করতে পারেন। জেলা প্রশাসন,পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
ঈদগাহে অংশ নিতে মুসল্লিদের সময়মতো আগমনের আহ্বান জানানো হয়েছে,পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকলে রোদ বা বৃষ্টির মধ্যেও বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সংশ্লিষ্টরা।