Satyajit Das (Moulvibazar Correspondent):
বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ঘটেছে এক অভিনব ঘটনা! একটি হাঁসের ডিম বিক্রি হয়েছে ২২ হাজার টাকায় ও সঙ্গে একটি লেবু বিক্রি হয়েছে ১,৫০০ টাকায়। অবিশ্বাস্য মনে হলেও, এই ঘটনাটি ঘটেছে শবে কদরের পুণ্যরাতে, শ্রীমঙ্গলের মির্জাপুর বাজার জামে মসজিদের প্রাঙ্গণে।
মসজিদের ইমাম মাওলানা মাসুদ আহমদ শুক্রবার (২৮ মার্চ) জানান,’ যাত্রাপাশা গ্রামের বাসিন্দা তাজু মিয়া নিজের একটি মানত পূরণের উদ্দেশ্যে হাঁসের একটি ডিম মসজিদে দান করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়’।
নিলামে শুরুতে ডিমটির দাম ছিল মাত্র ১০০ টাকা। ধীরে ধীরে দাম বাড়তে থাকে। অবশেষে ২২ হাজার টাকায় ডিমটি কিনে নেন স্থানীয় কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। পরবর্তীতে আরও একটি লেবু নিলামে তোলা হলে সেটিও ১,৫০০ টাকায় বিক্রি হয়,যা কিনে নেন ব্যবসায়ী আলতাফ মিয়া।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই দানের অর্থ দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের আওতাধীন ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হবে। নিলামের পুরো আয়োজন জুড়ে ছিল উৎসাহ,ধর্মীয় আবেগ এবং সম্প্রীতির অপূর্ব মিলন।
মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মাসুদ আহমদ। তিনি বলেন,”এটি শুধু দানের একটি ঘটনা নয়, এটি একটি আত্মিক সংযোগ,আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের ভালোবাসা ও আত্মোৎসর্গের প্রতিচ্ছবি।”
এই ঘটনাটি স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শুধু উৎসাহই ছড়ায়নি,বরং প্রমাণ করেছে—আত্মিক বিশ্বাসের কাছে অর্থের হিসাব কখনোই বড় বিষয় নয়।