Barisal correspondent.
মেহেন্দিগঞ্জে কালাবদর নদীতে ঝাটকা বিরোধী অভিযাননের সময় টহল দলের ওপর জেলেদের হামলা।
৮/৪/২০২৫ ইং মঙ্গলবার মেঘনা নদীর শাখা নদী কালাবদর নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের টহলকারী দলের ওপর জেলেরা হামলা করে। হামলায় এক ( ১) জন আনসার সদস্য আহত হয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালাবদর নদীতে ঝাটকা বিরোধী অভিযানের সময় জেলেদের মাছধরা একটা ট্রলারকে থামতে বললে জেলেরা ট্রলারটি না থামিয়ে বরং টহলকারী দলের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে সাইফুল ইসলাম নামে একজন আনসার সদস্য আহত হয়।
এ সময় ১৪ ড্রাম জাটকা সহ ৫ জনকে আটক করেছে। আটক কৃতরা হলেন, উপজেলার চানপুর ইউনিয়নের ফুলছরি গ্রামের আঃ বারেক হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম, দরিরচর খাজুরিয়া গ্রামের নাঈম, আজিজুল। চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে শাহীন ফরাজি, ও চরলতা গ্রামের হাশেম বেপারীর ছেলে আবুল কালাম। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।