মুক্তাগাছা (ময়মসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আবুল মনসুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কুপিয়ে গুরুতর
আহত করার আওয়ামলীগ নেতা সাইদুল ইসলাম। তারই প্রতিবাদে ও হামলাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে
বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও
সহযোগি সংগঠনের আয়োজনে বটতলা বাজারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দাওগাও
ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তব্য
রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর
রহমান, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তাগাছা বিএনপির অন্যতম ঘাটি বটতলার নেতৃত্বকে কোনঠাসা করতে
আওয়ামীরা এ হামলা চালিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে বিএনপির নামধারী কিছু লোক। বটতলার
মনসুরকে হত্যার মাধ্যমে তারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছিলো। হত্যার উদ্দেশ্যে এ নৃশংস হামলাকারীদের
অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবী করা হয়। সেই সাথে আওয়ামীলীগের কোন লোক যেন দাওগাও এ না
থাকতে পারে সে ব্যাপারে সবাই একমত হয়।
মামলার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ
কামাল হোসেন জানান, ঘটনার তিনদিন পর ৩০ মার্চ ২০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৯ মার্চ বটতলা বাজারে দাওগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল মনসুর (৪৮),
তাঁর ভাই বিল্লাল, স্থানীয় ভ্যানচালক ইউসুফ, মনিরের ওপর অতর্কিত হামলা ও মারধর করে একই ইউনিয়নের ২
নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, ইসমাইল, আলহাজ¦, জুয়েল, এসহাকের
নেতৃতে প্রায় ১৫জনের দল। হামলার শিকার আবুল মনসুরকে আহত অবস্থায় প্রথমে মুক্তাগাছা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৭ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা
জাতীয় অর্থোপেটিক্স হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার চিকিৎসা চলমান রয়েছে।
Trending
- অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইসরাইল বাহিনির বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- ওসমানীনগরে সরকারি জায়গার গাছ কেটে নিচ্ছেন আওয়ামীলীগ নেতা
- ফি.লি.স্তি.নে গণহত্যার প্রতিবাদে বালাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- ফিলিস্তিনে নির্যাতনের `সুন্নাহ্ দাওয়া সেন্টার ‘ মানববন্ধন
- মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ ২ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও গণহত্যার প্রতিবাদে সরাইলে বিক্ষোভ মিছিল
- সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
- গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল