Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জে চাকুরী স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-পাটুরিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় কারখানার শ্রমিকরা মহাসড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় চায়না হার্ডওয়্যার বিডি কম্পানিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুপুর ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দীর্ঘ সময় যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় তিন কিলোমিটার রাস্তা হেঁটে অনেকেই পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে।
শ্রমিকরা বলেন, ‘আমাদের মালিকপক্ষ আমাদের শ্রমের ন্যায্য মূল্য দিচ্ছে না। বেতন বৃদ্ধির কথা থাকলেও মাসিক মাত্র ৭ হাজার টাকা বেতন দেয়।
এ ছাড়া সাপ্তাহিক ছুটি দিলেও ওই দিনের বেতন কর্তন করে। প্রতিবাদ করলে শ্রমিকদের নির্যতনের শিকার হতে হয় বলে দাবি করেন। এ নিয়ে উপজেলা প্রশাসন কয়েক দফা মালিকপক্ষের সঙ্গে বসলেও তার সমাধান হয়নি। এ কারণে আজ মহাসড়ক অবোধ করা হয়েছে।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসি। শ্রমিকদের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। চলতি মাসের ২১ তারিখের মধ্যে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রচলিত শ্রম আইনে তাদের বেতন কাঠামো ঠিক করে দেবে বলে আমাদের আশ্বস্ত করেছে।
উল্লেখ, এনিয়ে কয়েক দফা শ্রমিকদের চাকুরী স্থায়ী করনসহ বেতন বৃদ্ধির জন্য কারখানাটির শ্রমিকরা সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে আনদোলন করে শ্রমিকরা।