মীর ইমরান -মাদারীপুরঃ
মানবিক পুলিশ হিসেবে প্রশংসিত অর্জন করেছে মাদারীপুর জেলার শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ।
পুলিশ কর্মকর্তাদের প্রতি জনগণের অনেক অভিযোগ নতুন কিছু নয়।
তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়েছেন মাদারীপুর জেলা শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ। দায়িত্ব নেওয়ার পরে মাত্র তিন মাসে সততা, নিষ্ঠা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে বদলে দিয়েছেন গোটা শিবচর থানা সৃশ্যপট ।
অর্জন করেছেন এলাকাবাসীর প্রশংসিত ভালোবাসা আর বিশ্বাস ।
মোঃ রতন শেখ, পিপিএম, আইজি ব্যাজ (বার), শুদ্ধাচার পুরস্কার জাতিসংঘ শান্তি মিশন পদক প্রাপ্ত
গত ০৬-০১-২০২৫ মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই শুরু হয় তার নিরলস পথচলা।
থানার প্রতিটি এলাকায় গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার যথেষ্ট চেষ্টা ও সমাধানের পতিক হিসেবে কাজ করছে।
তার নেতৃত্বে ঘটেছে আইন-শৃঙ্খলার উন্নতি,, মামলা সুষ্ঠু তদন্ত করে রিপোর্টা প্রকাশ ,কমেছে জনভোগান্তি,বেড়েছে সেবার মান। মানুষ পাচ্ছে দ্রুত এবং কার্যকর সেবা।
থানার প্রত্যন্ত গ্রাম অঞ্চল, ইউনিয়ন হোক কিংবা পৌর এলাকার কোনো গলিতে থামাতে পারেনি- বা থামেনি,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ উপস্থিতি সর্বত্র। মাদক, হত্যা,জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক কোলাহল, আইনশৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে না না পদক্ষেপ গ্রহণ করেছেন পাশাপাশি ইভটিজিং,বাল্যবিয়ে, পারিবারিক নির্যাতন – যে কোনো অন্যায় বা অপরাধে তিনি সরাসরি ব্যবস্থা নেন। ঝটিকা পরিদর্শনে ফিরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত। স্কুল, কলেজ ,মাদ্রাসায় আছে বিচারণ সবখানেই স্বশরীরে উপস্থিত হয়ে সমাধান দিচ্ছে , দিয়েছেন মানসম্মত সেবা ও সহায়তা।
জুলাই-আগস্টের গণউদ্ভুখানে পর শিবচর থানায় ওসি মোঃ রতন শেখ মানবিক পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হয়।