মীর ইমরান – মাদারীপুর
মাদারীপুর জেলার শিবচরে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থানই চার জন নিহত হয়।
মঙ্গলবার (১এপ্রিল) দুপুর দুইটা ত্রিশ মিনিটের সময়,শিবচর থানার,কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মোটরসাইকে দুর্ঘটনায় নিহত হন, শরিয়তপুরের জাজিরা থানার,কলম ঢালী কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে, হৃদয় ঢালী(১৯), একই থানার, জয়নগর সাত নং ওয়ার্ডের মেম্বারের ছেলে আলী খান(২২) ,শরিয়াতপুরের জাজিরা থানার, মন্জু সরদারের ছেলে মোঃ রমজান মিয়া(২১) ও মাদারীপুর জেলার, শিবচর থানার কুতুবপুরের তারুকদারের কান্দি এলাকার মোঃ শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার(২৫)।
স্থানীয় ওপরিবার সূত্রে জানা যায়, মিঠুন তালুকদার, শিবচরের কুতুবপুরের নিজবাড়ি থেকে খালাতো ভাই মোঃ হৃদয় ঢালীকে সাঙে্গ নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাওয়ার পথে শিবচরের কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের নিকট আসলে বিপরীত দিক থেকে আসার অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে ৷ এতে ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান।এ সময় আহত হন ৪ জন। তাদেরকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থায় অবনতি হলে ৪ জনকে ঢাকা মেডিকেলে নেওয়া মাঝপথে আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার মৃত্যু ঘটে।
এবিষয়ে শিবচর থানার অফিসাস ইনর্চাজ মোঃ রতন শেখ,জানান, বেপরোয়া গতি, হেলমেড বিহীন চলাচলের কারনেই এ দুর্ঘটনা ঘটে।