মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ
মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে বিধান কুমার (২৬) ও রাজা বাবু (১৬)নামের মোটর সাইকেল চালক
নিহত হয়েছে। এ সময় গুরুতর ভাবে আহত হয়েছে হুসাইন ইসলাম, সাফাউল ও সাজ ুনামের তিন ব্যক্তি।
আহতদেও কে কোটচাঁদপুর ও যশোর সদও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর জীবননগর সড়কের
কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে।
এলাকা বাসী জানান, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কাঠমঙ্গল রায়ের ছেলে বিধান ও একই গ্রামের বাদল কুমারের
ছেলে রাজা বাবু মোটর সাইকেল যোগে খালিশপুর থেকে বাড়ী ফেরার সময় কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে
পৌছালে জীবননগর থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই বিধান
কুমার ও সুদেব কুমার নিহত হয়। এ সময় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের সাজু ও আজমপুর ইউনিয়নের কুলবাগান
গ্রামের সাফাউল ও একই গ্রামের হুসাইন আহত হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা
ঘটানার সত্যতা স্বীকার কওে জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Ziaur Rahman Zia