Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজারে চলতি গ্রীষ্মে তাপমাত্রার পারদ চড়েই চলেছে। আজ মঙ্গলবার (২৭ মে) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস,যা বাস্তবে অনুভূত হচ্ছে ৪৩ ডিগ্রির মতো। আবহাওয়া অফিস জানিয়েছে,এটি মৌলভীবাজারে চলতি বছরের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা।
সকাল থেকেই রোদ ছিল প্রচণ্ড। দুপুরের পর তাপমাত্রা তীব্র আকার ধারণ করে। ফলে বাইরে কাজ করা মানুষ,বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের ভোগান্তি চরমে পৌঁছায়। শহরের প্রধান সড়কগুলোতে লোকসমাগম কমে যায়,অনেকে রোদ এড়াতে ছাতা,টুপি বা গামছার আশ্রয় নেন।
সিলেট আবহাওয়া অফিসের সঙ্গে সমন্বয়ে মৌলভীবাজার আবহাওয়াবিদদের মতে,বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে,যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরও কষ্টদায়ক হয়ে উঠেছে।
আবহাওয়া বিভাগ জানায়,আগামী ২-৩ দিনের মধ্যে মৌলভীবাজারসহ সিলেট অঞ্চলে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন স্থানীয়রা।
এদিকে জেলার হাসপাতালগুলোতে গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার সদর হাসপাতালের এক চিকিৎসক জানান,ডিহাইড্রেশন,ঘামাচি ও হিট এক্সহসশনের রোগী এখন প্রতিদিনই আসছে,তবে আগে থেকেই ভাইরাল জ্বরের রোগী বেশি।
উপজেলা প্রশাসন ও পৌরসভা থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনো সতর্কতা জারি না করা হলেও আবহাওয়ার এমন বিরূপ অবস্থায় সচেতনতা জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।