শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কবি তীর্থ দৌলতপুরে সোমবার (২৬ মে) জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে নানা বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় নজরুলের ১২৬ তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমীরুল কায়সার। তিনি বলেন, মুক্তিযুদ্ধসহ বাঙালির প্রতি সংগ্রামে আন্দোলনে কাজী নজরুল ইসলামের গান, কবিতা আমাদের চেতনাকে শানিত করেছে। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়েছে তার লেখা।
তার রচনাবলি দেশের গন্ডি পেরিয়ে বিশ্বেও ছড়িয়ে পড়ার কথা। তার সাহিত্য কর্ম অনুবাদ করে ইংরেজ কবি কিটস, বায়রন, শেলীর মত বিশ্ব সাহিত্যে ছড়িয়ে দেবার আহ্বান জানান।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবার বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নজরুল গবেষক বিশেষ অতিথি ড. আনোয়ারুল হক, কবি, প্রাবন্ধিক ও নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার নজির আহাম্মদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ইয়াহইয়া। তাছাড়া দৌলতপুরের নার্গিসের ভাতুষ্পুত্র বাবলু আলী খান, ঐতিহ্য৷ কুমিল্লার প্রতিষ্ঠাতা ও গণমাধ্যম কর্মী মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, নজরুল নারগিস স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম বকুল। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত দৌলতপুর নজরুল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এখনো তা অবহেলিত এবং উন্নয়নে বৈষম্যের শিকার।ত্রিশালে নজরুলের কিশোরবেলার কিছুকাল অবস্থান করার ফলে সেই স্থান এখন অনেক উন্নত। প্রত্যেক বছরে ঝড়বৃষ্টি মধ্য দিয়ে দৌলতপুরে নজরুলের জন্মজয়ন্তী পালিত হয়।অথচ সামনের মাঠ ভরাটকরণ, অনুষ্ঠান করার জন্য হল নির্মাণ, গবেষণা কর্মের জন্য নজরুল কমপ্লেক্স নির্মাণ, নজরুল নারগিস বিদ্যা নিকেতনের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, স্মৃতি সংরক্ষণে কার্যকরি উদ্যোগগ্রহণের কথা বক্তার তুলে ধরেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর ২য় দিনে সোমবার (২৬ মে)নজরুল মঞ্চ সংলগ্ন কবি ম্যুরালে প্রশাসনের পক্ষ থেকে কবির প্রতি পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। নজরুল জয়ন্তী উপলক্ষে এবারও মাঠের পূর্বাংশে নজরুল মেলা বসে।
পরে স্থানীয় মুরাদনগর উপজেলা ও জেলা শিল্প একাডেমির শিল্পীবৃন্দ নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, নাচ ও নাটক মঞ্চস্থ করে। নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল প্রেমী অসংখ্য দেশি বিদেশি নজরুল গবেষক, কবি সাহিত্যিক, শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ইসরাত জাহান ঝিমি, রাফি তানভীর সম্রাট, আবৃত্তি সংগঠন ধ্বনি ও নটরাজের শিল্পীবৃ্ন্দ।
নজরুল সঙ্গীত পরিবেশেন করেন ইকরাম মুস্তাফিজ পাবলো, শিউলী রায়, ইসরাত জাহান ঝিমি, পুষ্পিতা ভৌমিক ও পলাশ দাস প্রমুখ। মুরাদনগর উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিসুর রহমান ও জেলা শিল্প কলা একাডেমির বাবুল৷ কৃষ্ণ বিশ্বাসের পরিচালনা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ও উপজেলা শিল্পকলা র সঞ্চালক খায়রুল আনাম হাসান, লুতফুল হাসান রুমী, উম্মে হাবিবা ও গোলাম মোস্তফা।
নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে প্রশাসনের উদ্যোগে জাহাঙ্গীর আলম ইমরুলের সম্পাদনায় দৌলতপুরে নজরুল নামে একটি নজরুল স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। তাছাড়া কুমিল্লায় নজরুল নামে একটি তথ্য চিত্রও প্রদর্শিত হয়। তথ্যচিত্রের নির্মাতা ছিলেন ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা ও গণমাধ্যম কর্মী জাহাঙ্গীর আলম ইমরুল।
নজরুল জন্মবার্ষিকী ২য় দিনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নজরুল ভক্ত কবি সাহিত্যিক ও জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।