মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ’দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে তোপধ্বনি ও মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনে অংশ নেয় উপজেলা প্রশাসন,থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,মধ্যনগর প্রেসক্লাব।স্বাধীনতা জাতীয় দিবসের প্রথম প্রহরে মধ্যনগর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিকদল ও সেচ্ছাসেবক দল,সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন।এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণে সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন।

দ্বিতৃয়ার্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের সভাপতিত্বে কবিওশিক্ষক অজয় রায়ের সঞ্চালনায় মধ্যনগর খেলার মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা উড়ানো,সকল শহীদ স্মরণে নিরবতা,বীরমুক্তিযোদ্ধা গণদের ফুলেল শুভেচ্ছা,সম্মান প্রদর্শন,বাংলাদেশ পুলিশ,আনসার বাহিনী,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ,মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়,গলহা উচ্চ বিদ্যালয়,লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়,মধ্যনগর সরকারী প্রাঃ,দিশারী,অনির্বাণ আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ প্রদর্শন শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে।এসময় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান,বীরমুক্তি যোদ্ধা ইউনূস মিয়া প্রমুখ।