মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের একব্যাক্তির নামে অন্যের দখলকৃত জমি অবৈধভাবে নিজনামে বন্ধোবস্তের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৪মার্চ দুপুরে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা সংযোগ সড়ক গলইখালী গ্রামের সম্মুখে মানববন্ধনে অংশনেন ঐ গ্রামের ভুক্তভোগী জনসাধারণ।
মানববন্ধনে অভিযোগ তুলেন একই গ্রামের ভূমিদস্যু মনোরঞ্জন চাকলাদার ও তার পরিবারের একাধিক নামে অন্যের দখলী ও সরকারী খাস জমি অবৈদ্ধভাবে বন্দোবস্ত করে নিয়েছেন।সেই বন্দোবস্ত বাতিলের দাবী তুলেন মানববন্ধনকারীরা।

এ নিয়ে দশক পূর্বে বসতকারীদের মধ্যে মৃত কালী সরকার,রানু সরকার,উৎপল সরকার,উত্তম সরকার বিনা কারণে সাতদিন কারাবাস করেছিলেন বলে জানা যায়।
মানববন্ধনে উল্লেখিত জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাস ও বোরো,চারা,বসতভিটা ও পুকুর ভোগদখল কারীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম সরকার,সুরঞ্জিত তালুকদার,হরেন্দ্র সরকার,আকাশ সরকার,কবিরনজন সরকার প্রমুখ।
এ নিয়ে গণমাধ্যমে উঠে আসে ১/৭/২০১৪ইং সাক্ষরিত একটি তদন্তের প্রতিবেদন। বন্ধোবস্তের মোকদ্দমা নং ১৩১৮/৮৮-৮৯ ও জেঃপ্র নং১৩৫৫/৮৮-৮৯ বাতিল করা যাইতে পারে বলে মন্তব্য করেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ধর্মপাশা উপজেলা সার্ভেয়ার মোঃলিল মিয়া।মনোরঞ্জন চাকলাদারের সাথে কথা বলতে চাইলে সম্ভব হয়নি।