মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ মার্চ ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে এ দোয়া ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. উম্মে সালমা মৌ, ডা. আসিফ মোহাম্মদ তকি, ডা. ফাহমিদা জাহান ডা. সোহেল রানা ( ইউনানি ), স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম, আবুল হোসেন রকিব, খোরশেদ আলম, সিনিয়র স্টাফ নার্স রোকসানা আক্তার, ইপিআই প্রধান আবুল কাশেম, প্রধান অফিস সহকারী হুমায়ুন কবির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে মাওলানা সোলেমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। এ সময় মুসলিম উম্মাহ, কবরবাসী সকলের সুস্থতার জন্য দোয়া করা হয়।