মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর ইউ আর সি শহীদুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক কর্র্মকতা মোঃ হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ইদ্রিস মিয়া মাস্টার, মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।